নিজস্ব প্রতিবেদন: একটা সময় লোকে বলত, কলকাতায় নাকি টাকা উড়ছে। ধরলেই হল। ব্যাপারটা নিশ্চয়ই তা নয়। কলকাতায় আসলে রোজগারের নানা কিসিম। একটু মাথা খাটালেই এখানে রোজগার করা যায়। রোজগারের অভাব নেই, রূপকে সেটাই হয়ে দাঁড়ায় 'টাকা উড়ছে'!
কিন্তু এখানে রূপক নয়। মার্কিন দেশের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির এক সড়কে। সেখানে বাস্তবিকই টাকা উড়ছে। ডলারে ছেয়ে গিয়েছে সড়ক। এ দৃশ্য দেখে লোভ সামলাতে পারেনি অনেকেই। রাস্তায় টাকা পড়়ে আছে এবং টাকা উড়ছে দেখে গাড়ি থামিয়ে তাঁরা হুড়মুড়িয়ে সেসব কুড়াতে শুরু করেন।